ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, যানজট

অপরাধ দৃষ্টি
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / 117
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গত শনিবার তাঁরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়

 

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়ছবি:

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ  বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা। এই দাবি মানা না হলে তাঁরা সড়ক ছাড়বেন না। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, যানজট

আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গত শনিবার তাঁরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়

 

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়ছবি:

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ  বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা। এই দাবি মানা না হলে তাঁরা সড়ক ছাড়বেন না। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।