ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ নিখোঁজ ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমাবার, ৮ জুলাই ২০২৪
  • / 134
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাতে ইলিশা ইউনিয়নের গাজীপুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন ও মো. সোহান।

স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতের কোনো এক সময়ে মালবাহী কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যায়।

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ড্রেজারটি গাজীপুর চরের মাথায় সারা দিন বালু কাটা শেষ করে গতকাল রাতেই তীরে ফেরার কথা ছিল। কিন্তু বালু কাটার একটি পাইপ নদীতে বালুর নিচে আটকে পড়ে। পাইপটি ওঠানোর চেষ্টা করতে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিল। পরে গতকাল রাত ১০টার দিকে জানতে পারেন, ড্রেজারটি ডুবে গেছে। ওই ড্রেজারে চালক, কর্মচারী মিলিয়ে পাঁচজন ছিলেন।

মনিরুল আরও বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাস্থলে কাউকে পাঠাতে পারেননি।

অন্যদিকে ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক লিটন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরে নিখোঁজ ব্যক্তিদের বাড়িঘরে খবর নেওয়া হচ্ছে। বরিশালে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে এসে উদ্ধার অভিযান চালানো কথা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ নিখোঁজ ৫

আপডেট সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমাবার, ৮ জুলাই ২০২৪

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাতে ইলিশা ইউনিয়নের গাজীপুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন ও মো. সোহান।

স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতের কোনো এক সময়ে মালবাহী কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যায়।

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ড্রেজারটি গাজীপুর চরের মাথায় সারা দিন বালু কাটা শেষ করে গতকাল রাতেই তীরে ফেরার কথা ছিল। কিন্তু বালু কাটার একটি পাইপ নদীতে বালুর নিচে আটকে পড়ে। পাইপটি ওঠানোর চেষ্টা করতে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিল। পরে গতকাল রাত ১০টার দিকে জানতে পারেন, ড্রেজারটি ডুবে গেছে। ওই ড্রেজারে চালক, কর্মচারী মিলিয়ে পাঁচজন ছিলেন।

মনিরুল আরও বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাস্থলে কাউকে পাঠাতে পারেননি।

অন্যদিকে ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক লিটন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরে নিখোঁজ ব্যক্তিদের বাড়িঘরে খবর নেওয়া হচ্ছে। বরিশালে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে এসে উদ্ধার অভিযান চালানো কথা আছে।