ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তুচ্ছ বিরোধে বাড়ছে হত্যাকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমাবার, ৮ জুলাই ২০২৪
  • / 134
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বাবার হাতে সন্তান হত্যা, টুকরা করে ভাতিজাকে হত্যা, ধর্ষণ শেষে মরদেহ মাটিচাপা দেওয়ার মতো আলোচিত ঘটনাও রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলায় হত্যাকাণ্ডের ঘটনায় ৪৮টি মামলা হয়েছে। গত জুনে ঘটেছে আটটি হত্যাকাণ্ড। এসব ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে বেশির ভাগ তুচ্ছ বিষয় ও পারিবারিক অন্তঃকলহের কারণেই ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার ১৪টি থানা এলাকায় ৪৮টি হত্যা মামলা হয়। এসব মামলায় ১০১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৯টি হত্যা এবং মে মাসে ১০টি হত্যা মামলা হয়। এর আগে ২০২৩ সালে ৮০টি, ২০২২ সালে ১০৯টি এবং ২০২১ সালে ৮১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সবশেষ জুন মাসে জেলায় হত্যার ঘটনা ঘটেছে আটটি।

আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জরিনা মজুমদার মনে করেন, পারিবারিক-সামাজিক বন্ধন ও ধর্মীয় মূল্যবোধ দিন দিন দুর্বল হয়ে যাওয়া; স্বার্থপরতা; পারিবারিক শাসন না থাকায় ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপরাধকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান থেকে অনেকে উদ্ধুদ্ধ হচ্ছে অপরাধের দিকে। ধর্মীয় অনুভূতি সঠিকভাবে কাজ করলে এসব অপরাধ কমে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুচ্ছ বিরোধে বাড়ছে হত্যাকাণ্ড

আপডেট সময় : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমাবার, ৮ জুলাই ২০২৪

ময়মনসিংহ জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বাবার হাতে সন্তান হত্যা, টুকরা করে ভাতিজাকে হত্যা, ধর্ষণ শেষে মরদেহ মাটিচাপা দেওয়ার মতো আলোচিত ঘটনাও রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলায় হত্যাকাণ্ডের ঘটনায় ৪৮টি মামলা হয়েছে। গত জুনে ঘটেছে আটটি হত্যাকাণ্ড। এসব ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে বেশির ভাগ তুচ্ছ বিষয় ও পারিবারিক অন্তঃকলহের কারণেই ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার ১৪টি থানা এলাকায় ৪৮টি হত্যা মামলা হয়। এসব মামলায় ১০১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৯টি হত্যা এবং মে মাসে ১০টি হত্যা মামলা হয়। এর আগে ২০২৩ সালে ৮০টি, ২০২২ সালে ১০৯টি এবং ২০২১ সালে ৮১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সবশেষ জুন মাসে জেলায় হত্যার ঘটনা ঘটেছে আটটি।

আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জরিনা মজুমদার মনে করেন, পারিবারিক-সামাজিক বন্ধন ও ধর্মীয় মূল্যবোধ দিন দিন দুর্বল হয়ে যাওয়া; স্বার্থপরতা; পারিবারিক শাসন না থাকায় ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপরাধকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান থেকে অনেকে উদ্ধুদ্ধ হচ্ছে অপরাধের দিকে। ধর্মীয় অনুভূতি সঠিকভাবে কাজ করলে এসব অপরাধ কমে যাবে।