খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

অপরাধ দৃষ্টি নিউজ
- আপডেট সময় : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 70
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) রাতে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রফিউদ্দিন আহমেদ কেসিসি ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। এ বছরের ৩০ আগস্ট মামলা দুটি দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।