ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তা থেকে তুলে রাখা ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 30
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগী উপজেলায় একটি সড়ক থেকে তোলা ইট বিক্রির অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ইট বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসনাবাদ ইউপির বর্তমান সদস্য ও একই ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার ও মো. রিয়াজ।

স্থানীয় কয়েকজনের সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে হোসনাবাদ ইউপিসংলগ্ন এলাকায় একটি সড়ক নির্মাণ করে উপজেলা পরিষদ। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়। পরে ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা, সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদিকুর রহমান সরকারি ইটগুলো অন্যত্র বিক্রি করে দেন। গত রোববার রাতে ইট বিক্রির সময় দুজন ক্রেতাকে আটক করে পুলিশ। পরে বেতাগী ইউপির সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান বলেন, গত রাতে পুলিশ গিয়ে বিক্রি করা কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা বলেন, তাঁরা মাসুদ ও সিদ্দিকের কাছ থেকে ইটগুলো কিনেছেন।
তবে ইট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে ইউপির সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে, তা আমি জানি না।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তা থেকে তুলে রাখা ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০১:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

বরগুনার বেতাগী উপজেলায় একটি সড়ক থেকে তোলা ইট বিক্রির অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ইট বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসনাবাদ ইউপির বর্তমান সদস্য ও একই ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার ও মো. রিয়াজ।

স্থানীয় কয়েকজনের সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে হোসনাবাদ ইউপিসংলগ্ন এলাকায় একটি সড়ক নির্মাণ করে উপজেলা পরিষদ। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়। পরে ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা, সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদিকুর রহমান সরকারি ইটগুলো অন্যত্র বিক্রি করে দেন। গত রোববার রাতে ইট বিক্রির সময় দুজন ক্রেতাকে আটক করে পুলিশ। পরে বেতাগী ইউপির সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান বলেন, গত রাতে পুলিশ গিয়ে বিক্রি করা কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা বলেন, তাঁরা মাসুদ ও সিদ্দিকের কাছ থেকে ইটগুলো কিনেছেন।
তবে ইট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে ইউপির সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে, তা আমি জানি না।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।