সাভারে অজ্ঞাতনামা তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 90
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ১১টার দিকে দত্তপাড়ার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি জঙ্গলে অজ্ঞাতনামা এক তরুণর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও দুই হাতের কবজি থেকে হাত কাটা অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রায় ১৫০ গজ দূর থেকে কাটা দুই হাত ও মাথা পাওয়া যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই তরুণীর দুই হাত ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় ১৫০ গজ দূর থেকে হাত ও মাথা উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ২০-২২ বছর। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।