ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জামায়াত নেতা নিহত

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 104
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসচাপায় তিনি নিহত হন।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওই অংশ ঝালকাঠির নলছিটি উপজেলার আওতায়। নলছিটি থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে বরিশাল থেকে বাউফলে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত ইউনুস বিশ্বাসকে স্থানীয় লোকজন উদ্ধার করে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।

এর আগে গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা ফওজিয়া নিহত হন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসটি তাঁকে প্রথমে ধাক্কা দিয় রাস্তায় ফেলে দেয় এবং পরে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থী ও পথধচারীরা বাসটিকে ধাওয়া করে জব্দ করে। এ সময় চালক পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ নিয়ে তিন দিন প্রায় ২৫ ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এরপর ২ নভেম্বর একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জামায়াত নেতা নিহত

আপডেট সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসচাপায় তিনি নিহত হন।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওই অংশ ঝালকাঠির নলছিটি উপজেলার আওতায়। নলছিটি থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে বরিশাল থেকে বাউফলে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত ইউনুস বিশ্বাসকে স্থানীয় লোকজন উদ্ধার করে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।

এর আগে গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা ফওজিয়া নিহত হন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসটি তাঁকে প্রথমে ধাক্কা দিয় রাস্তায় ফেলে দেয় এবং পরে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থী ও পথধচারীরা বাসটিকে ধাওয়া করে জব্দ করে। এ সময় চালক পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ নিয়ে তিন দিন প্রায় ২৫ ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এরপর ২ নভেম্বর একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।