ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় দুটি আবাসিক ভবনে হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

অপরাধ দৃষ্টি
  • আপডেট সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 118
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শুক্রবার রাতে এ কথা জানিয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে, হামলা চালানো ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জন আশ্রয় নিয়েছিলেন।

আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে সরকারি গণমাধ্যম দপ্তর। তারা জানিয়েছে, ওই এলাকা অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। এলাকাটিতে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। তবে জানিয়েছে, ভবন দুটি শালায়েল ও আল-গান্দোর পরিবারের।

সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে তারা।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির বালবেক-হেরমেল এলাকায় গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ জন। এ নিয়ে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় দুটি আবাসিক ভবনে হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

আপডেট সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শুক্রবার রাতে এ কথা জানিয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে, হামলা চালানো ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জন আশ্রয় নিয়েছিলেন।

আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে সরকারি গণমাধ্যম দপ্তর। তারা জানিয়েছে, ওই এলাকা অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। এলাকাটিতে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। তবে জানিয়েছে, ভবন দুটি শালায়েল ও আল-গান্দোর পরিবারের।

সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে তারা।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির বালবেক-হেরমেল এলাকায় গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ জন। এ নিয়ে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন।