ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 80
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় নগরীর শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত যুবদল কর্মী বিলাল মুন্সী শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, শাহপরাণ এলাকায় বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে দু’পক্ষকে নিয়ে সালিশ বসে। সেখানে পুলিশ প্রশাসনও ছিল। কিন্তু সালিশে সমাধান না হওয়ায় সেখান থেকে উঠে গিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় যুবদলকর্মী বিলাল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্বজনরা জানান, দু’পক্ষের সংঘর্ষের সঙ্গে বিলালের সম্পৃক্ততা নেই। তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিল। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন বিলাল মুন্সী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় নগরীর শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত যুবদল কর্মী বিলাল মুন্সী শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, শাহপরাণ এলাকায় বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে দু’পক্ষকে নিয়ে সালিশ বসে। সেখানে পুলিশ প্রশাসনও ছিল। কিন্তু সালিশে সমাধান না হওয়ায় সেখান থেকে উঠে গিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় যুবদলকর্মী বিলাল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্বজনরা জানান, দু’পক্ষের সংঘর্ষের সঙ্গে বিলালের সম্পৃক্ততা নেই। তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসেছিল। কিন্তু সেখানে সমাধান হয়নি। পরে আবার দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন বিলাল মুন্সী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।