সকালে নিখোঁজ, পরের দিন প্রতিবেশীর সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ

- আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 159
যশোরের অভয়নগরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গরুর জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
৫৩ বছর বয়সী নারীর স্বামী একজন চা বিক্রেতা।
ওই নারীর এক স্বজন বলেন, গত সোমবার তাঁর মামি গরুর জন্য খাবার আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা খানিকটা উঁচু দেখা যায়। ঢাকনাটি সরাতেই সেখানে একটি হাত দেখতে পান কয়েকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।