ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা, শেখ রেহানাসহ ছয়জনের নামে পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / 122
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ছয়জনের নামে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনা রয়েছে। পাশাপাশি অবৈধ অন্যান্য সব প্লট বরাদ্দের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।

আগামী সপ্তাহের শেষ দিকে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। তিনি  বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও প্লট নিয়েছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর দুই ছেলে-মেয়ে প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন। ২০২২ সালে তাঁরা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়। এতে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজউকের অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না। তিনি আরও জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন। রাজউকের আইন ও বিধি অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছয়টি প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

অন্যান্য অবৈধ সব প্লট বরাদ্দের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে অবৈধ বরাদ্দের বিষয়ে তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী মিসবাহ উদ্দীন।

রিট আবেদনকারীপক্ষ জানায়, রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান, মো. জিল্লুর রহমান ও ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনা, শেখ রেহানাসহ ছয়জনের নামে পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল চেয়ে রিট

আপডেট সময় : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ছয়জনের নামে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনা রয়েছে। পাশাপাশি অবৈধ অন্যান্য সব প্লট বরাদ্দের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।

আগামী সপ্তাহের শেষ দিকে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। তিনি  বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও প্লট নিয়েছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর দুই ছেলে-মেয়ে প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন। ২০২২ সালে তাঁরা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়। এতে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজউকের অনেকে এ বিষয়ে তেমন কিছুই জানেন না। তিনি আরও জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন। রাজউকের আইন ও বিধি অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছয়টি প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

অন্যান্য অবৈধ সব প্লট বরাদ্দের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে অবৈধ বরাদ্দের বিষয়ে তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী মিসবাহ উদ্দীন।

রিট আবেদনকারীপক্ষ জানায়, রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান, মো. জিল্লুর রহমান ও ইসমাইল হোসেন।