ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শিবচরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বোমা হামলা, গুরুতর আহত ৩

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 73
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচরে জমিজমা–সংক্রান্ত বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) ও বাচ্চু মাল (৫০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রোববার সকালে সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মতিউর রহমান মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তাঁর লোকজন। ওই ঘটনার জের ধরেই গতকাল মতিউর মালের লোকজনের ওপর আবারও হামলা চালান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মতিউর রহমান মালের সঙ্গে আনোয়ার মালের বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে মতিউর রহমান মালের ওপর হামলা চালান আনোয়ার মালসহ তাঁর লোকজন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে মতিউর মালের কয়েকজন বাজারে এলে আবারও তাঁদের ওপর হাতবোমা নিক্ষেপ করেন প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতবোমার আঘাতে আহত সুলায়মান মাল বলেন, ‘আমরা রোববার থেকে ওদের ভয়ে বাজারে যেতে পারি না। গতকাল বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এ সময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের ওপর। আমার পায়ে লেগেছে বোমা। আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।’

অভিযোগের বিষয় আনোয়ার মাল বলেন, ‘আমি কারও ওপর কোনো হামলা চালাইনি। ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি বোমা হামলার বিষয়ে কোনো কিছু জানি না।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তারা অভিযোগ করলে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবচরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বোমা হামলা, গুরুতর আহত ৩

আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মাদারীপুরের শিবচরে জমিজমা–সংক্রান্ত বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) ও বাচ্চু মাল (৫০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রোববার সকালে সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মতিউর রহমান মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তাঁর লোকজন। ওই ঘটনার জের ধরেই গতকাল মতিউর মালের লোকজনের ওপর আবারও হামলা চালান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মতিউর রহমান মালের সঙ্গে আনোয়ার মালের বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে মতিউর রহমান মালের ওপর হামলা চালান আনোয়ার মালসহ তাঁর লোকজন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে মতিউর মালের কয়েকজন বাজারে এলে আবারও তাঁদের ওপর হাতবোমা নিক্ষেপ করেন প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতবোমার আঘাতে আহত সুলায়মান মাল বলেন, ‘আমরা রোববার থেকে ওদের ভয়ে বাজারে যেতে পারি না। গতকাল বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এ সময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের ওপর। আমার পায়ে লেগেছে বোমা। আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।’

অভিযোগের বিষয় আনোয়ার মাল বলেন, ‘আমি কারও ওপর কোনো হামলা চালাইনি। ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি বোমা হামলার বিষয়ে কোনো কিছু জানি না।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তারা অভিযোগ করলে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।’