ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে একজনকে ‘পিটিয়ে হত্যা’

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 87
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ শহরে টাকা চুরির অভিযোগে বাবু ওরফে ছোট বাবু (৫৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। বাবু ও মিলন একই এলাকার বাসিন্দা। বাবু স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বিকেলে নলুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাড়ে চার হাজার টাকা খোয়া যাওয়ার দাবি করেন মিলন। এর কিছুক্ষণ আগেই তাঁকে খুঁজতে সেখানে গিয়েছিলেন বাবু। ফলে টাকা চুরির ব্যাপারে বাবুকে সন্দেহ করা হয়। একপর্যায়ে তাঁকে চোর বলে ধাওয়া দেন মিলন। পরে তাঁকে আটক করে নলুয়াপাড়া মাঠে নিয়ে মারধর ও ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান মিলনসহ আরও কয়েকজন। সেখান থেকে বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় গতকাল রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন বাবুর মেয়ে। ওই মামলাতে গ্রেপ্তার হয়েছেন মিলন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, বাবু ও মিলন উভয়েই মাদকাসক্ত। টাকা চুরির অভিযোগে ধাওয়া দিয়ে বাবুকে পিটুনি দেন মিলন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে একজনকে ‘পিটিয়ে হত্যা’

আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ শহরে টাকা চুরির অভিযোগে বাবু ওরফে ছোট বাবু (৫৫) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। বাবু ও মিলন একই এলাকার বাসিন্দা। বাবু স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বিকেলে নলুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাড়ে চার হাজার টাকা খোয়া যাওয়ার দাবি করেন মিলন। এর কিছুক্ষণ আগেই তাঁকে খুঁজতে সেখানে গিয়েছিলেন বাবু। ফলে টাকা চুরির ব্যাপারে বাবুকে সন্দেহ করা হয়। একপর্যায়ে তাঁকে চোর বলে ধাওয়া দেন মিলন। পরে তাঁকে আটক করে নলুয়াপাড়া মাঠে নিয়ে মারধর ও ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান মিলনসহ আরও কয়েকজন। সেখান থেকে বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় গতকাল রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন বাবুর মেয়ে। ওই মামলাতে গ্রেপ্তার হয়েছেন মিলন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, বাবু ও মিলন উভয়েই মাদকাসক্ত। টাকা চুরির অভিযোগে ধাওয়া দিয়ে বাবুকে পিটুনি দেন মিলন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।