ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নববর্ষ উদ্‌যাপনে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 34
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিল ইশতিয়াক। একপর্যায়ে অসাবধানতাবশত সে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বলেন, তাঁর ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল। এভাবে অসময়ে সে চলে যাবে, কোনোভাবেই কল্পনা করতে পারছেন না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানাননি। কারও অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নববর্ষ উদ্‌যাপনে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিল ইশতিয়াক। একপর্যায়ে অসাবধানতাবশত সে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বলেন, তাঁর ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল। এভাবে অসময়ে সে চলে যাবে, কোনোভাবেই কল্পনা করতে পারছেন না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানাননি। কারও অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।