কুষ্টিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

- আপডেট সময় : ১২:০৮:১০ অপরাহ্ন, সোমাবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / 22
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে আল আমিন (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে। পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পশ্চিম রানাখড়িয়া গ্রামের আসাদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির কাছে দুই কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন আল আমিন। গতকাল সন্ধ্যার পর মাংস বিক্রির টাকা চাইতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। টাকা চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে আসাদুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদুলের সঙ্গে তাঁর ছেলে আকাশ (২৫) ও আকুল (২০) মিলে আল আমিনকে মারধর করতে থাকেন। এ সময় ছুরিকাঘাত করা হলে আল আমিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। জড়িত সন্দেহ কাউকে আটক করা যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।