ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, সোমাবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 46
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনটি লাইনচ্যুত হয়।

রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুরে লাইনচ্যুত হয় ট্রেনটি। রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মঈন উদ্দিন আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটির দুটি চাকা রেললাইনের বাইরে চলে গেছে। উদ্ধারকাজ চলমান।

মঈন উদ্দিন আরও বলেন, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন এটি। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে (সকাল ১০টা পর্যন্ত) রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। ট্রেন দুটি সকাল সাতটায় ও সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ঢাকা বা অন্য অঞ্চল থেকে রাজশাহী অভিমুখী ট্রেনগুলোর চলাচল আপাতত স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, সোমাবার, ১৩ জানুয়ারী ২০২৫

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনটি লাইনচ্যুত হয়।

রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুরে লাইনচ্যুত হয় ট্রেনটি। রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মঈন উদ্দিন আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটির দুটি চাকা রেললাইনের বাইরে চলে গেছে। উদ্ধারকাজ চলমান।

মঈন উদ্দিন আরও বলেন, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন এটি। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে (সকাল ১০টা পর্যন্ত) রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। ট্রেন দুটি সকাল সাতটায় ও সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ঢাকা বা অন্য অঞ্চল থেকে রাজশাহী অভিমুখী ট্রেনগুলোর চলাচল আপাতত স্বাভাবিক আছে।