নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 133
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে নিখোঁজের এক দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার সময় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়ার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম মো. সালেহ জহুর (৪৬)। তিনি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার এলাকার বাসিন্দা ছিলেন। এ ছাড়া বেসরকারি একটি কোম্পানিতে গাড়ির মেরামতকারী হিসেবে চাকরি করতেন।
পুলিশ জানায়, সালেহ জহুর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানার শিল্প এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন। ওই ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আক্তার চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের জামালপাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় জহুরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহের সঙ্গে মানিব্যাগ, মুঠোফান ও জুতা পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’