ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 69
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার ভোর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের বাসচালক আবু হানিফ আজ সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় যানজটে আটকে ছিলেন। তিনি বলেন, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কিন্তু দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এতে তাঁর দেড় ঘণ্টা সময় বেশি লেগেছে। তেল খরচ বেড়েছে। যাত্রীরাও বিরক্ত হয়েছেন।

বাসের যাত্রী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহ আলম বলেন, তিনি ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৭টায় এ বাসে উঠেছেন। ৫০ কিলোমিটার মহাসড়ক ৫০ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে দেড় ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের চালক আমির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাতে স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে বাস চালাতে হয়। দাউদকান্দির আমিরাবাদে সকাল ৬টায় পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ছয় কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর অতিরিক্ত দুই ঘণ্টা সময় নষ্ট হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। তিনি সকাল ১০টার দিকে বলেন, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, প্রতিটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো মহাসড়কে যাত্রী ওঠানামা করানো আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি পিকআপের চালক আবু সাইদ বলেন, তিনি সকাল সাড়ে ৭টায় দাউদকান্দির রাজারহাটে যানজটে আটকা পড়েন। পাঁচ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর আড়াই ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরের হাজীগঞ্জগামী বাস সুরমা পরিবহনের চালক নুরুল আমিন বলেন, তিনি সকাল ৮টার দিকে দাউদকান্দির শহীদনগরে এসে যানজটে আটকা পড়েন। তাঁর চার কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা পণ্যবাহী গাড়ির অনেক চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার ভোর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের বাসচালক আবু হানিফ আজ সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় যানজটে আটকে ছিলেন। তিনি বলেন, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কিন্তু দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এতে তাঁর দেড় ঘণ্টা সময় বেশি লেগেছে। তেল খরচ বেড়েছে। যাত্রীরাও বিরক্ত হয়েছেন।

বাসের যাত্রী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহ আলম বলেন, তিনি ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৭টায় এ বাসে উঠেছেন। ৫০ কিলোমিটার মহাসড়ক ৫০ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে দেড় ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের চালক আমির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাতে স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে বাস চালাতে হয়। দাউদকান্দির আমিরাবাদে সকাল ৬টায় পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ছয় কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর অতিরিক্ত দুই ঘণ্টা সময় নষ্ট হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। তিনি সকাল ১০টার দিকে বলেন, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, প্রতিটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো মহাসড়কে যাত্রী ওঠানামা করানো আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি পিকআপের চালক আবু সাইদ বলেন, তিনি সকাল সাড়ে ৭টায় দাউদকান্দির রাজারহাটে যানজটে আটকা পড়েন। পাঁচ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর আড়াই ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরের হাজীগঞ্জগামী বাস সুরমা পরিবহনের চালক নুরুল আমিন বলেন, তিনি সকাল ৮টার দিকে দাউদকান্দির শহীদনগরে এসে যানজটে আটকা পড়েন। তাঁর চার কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা পণ্যবাহী গাড়ির অনেক চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।