ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা দিয়ে ভারতে পাচারের সময় ৬টি সোনার বার উদ্ধার

অপরাধ দৃষ্টি
  • আপডেট সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 122
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া-মাছপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি সোনার বার ও পাচারকারীর মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬টি বারের ওজন ৮৭০ গ্রাম।

গতকাল বুধবার দুপুরে হুদাপাড়া সীমান্তচৌকির (বিওপি) টহল দলের সদস্যরা এই অভিযান চালান। ৬ বিজিবির পক্ষ থেকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুদাপাড়া-মাছপাড়া এলাকা দিয়ে সোনার একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বুধবার বেলা পৌনে দুইটার সময় সেখানে অভিযান চালায়। ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনুল করিম সীমান্তের ৯৫/৩-এস পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়ায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাঁকে থামানোর চেষ্টা করেন। এ সময় অজ্ঞাতপরিচয় ওই চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটের ভেতর থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা দিয়ে ভারতে পাচারের সময় ৬টি সোনার বার উদ্ধার

আপডেট সময় : ১১:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া-মাছপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি সোনার বার ও পাচারকারীর মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬টি বারের ওজন ৮৭০ গ্রাম।

গতকাল বুধবার দুপুরে হুদাপাড়া সীমান্তচৌকির (বিওপি) টহল দলের সদস্যরা এই অভিযান চালান। ৬ বিজিবির পক্ষ থেকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুদাপাড়া-মাছপাড়া এলাকা দিয়ে সোনার একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বুধবার বেলা পৌনে দুইটার সময় সেখানে অভিযান চালায়। ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনুল করিম সীমান্তের ৯৫/৩-এস পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়ায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাঁকে থামানোর চেষ্টা করেন। এ সময় অজ্ঞাতপরিচয় ওই চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটের ভেতর থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।