কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 132
কুষ্টিয়া দৌলতপুরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শ্রমিকেরা হলেন, উপজেলার বাগোয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন ও একই গ্রামের হারুন আলীর ছেলে লিটন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগোয়ান গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজন ও লিটন ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যায়। এ সময় অক্সিজেন–সংকটের কারণে ভেতরেই অচেতন হয়ে পড়েন তাঁরা। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
খাস মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার কবীর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সেপটিক ট্যাংকে প্রবেশ করার আগে তাঁদের আরও সাবধানতা অবলম্বন করার দরকার ছিল।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ট্যাংকের মুখ বন্ধ থাকায় সেখানে পর্যাপ্ত অক্সিজেনের অভাব ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণে তাঁদের মৃত্যু হয়েছে।